Header Ads

গোলাপি বলের প্রথম টেস্টের সূচনা করতে শহরে আসছেন বঙ্গবন্ধু-কন্যা

নজরবন্দি ব্যুরো : শহরে এখন সাজ-সাজ রব। ২২ নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশের প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্টে অসংখ্য অতিথি আসছেন। আসছেন অ-পার বাংলার প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাও। এই গ্ল্যামারাস ম্যাচের সাক্ষী থাকতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এ-পার বাংলা। হাসিনার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, তা দেখতে ইডেনে আসছে বাংলাদেশের বিশেষ প্রতিনিধি দল। যাঁরা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা টিম। ইডেন ঘুরে, সিএবি কর্তাদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকছেন। থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অতএব, কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হবে ইডেন চত্বর। যদিও, হাসিনা সে দিন রাতেই দেশে ফিরে যাচ্ছেন। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, এক সঙ্গে ইডেন বেল বাজিয়ে টেস্টের সূচনা করবেন হাসিনা এবং মমতা। কিছুক্ষণ খেলা দেখে হোটেলে ফিরে যাবেন হাসিনা। আবার বিকেলে এসে কিছুক্ষণ ইডেনে থেকে সেখান থেকেই চলে যাবেন বিমানবন্দরে। বৃহস্পতিবার দমকলের শীর্ষকর্তারা দুপুরে ইডেন পরিদর্শনে এসেছিলেন। দীর্ঘক্ষণ অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। সারাক্ষণই তাঁদের সঙ্গে ছিলেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া। পরে তিনি বলেন, ‘সব কিছু ঠিকঠাকই চলছে। দমকলের পক্ষ থেকে কুড়ি তারিখ চূড়ান্ত পর্যবেক্ষণ হবে।’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.