'সুপারম্যান' ঋদ্ধিকে ট্রিট দিতে চান বোলার উমেশ যাদব।
নজরবন্দি ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে থিউনিস ডি ব্রুইনের ক্যাচ অবিশ্বাস্য ফিটনেস স্বাক্ষর রেখে গ্লাভসবন্দি করে ফেলেছিল ভারতীয় উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। উমেশ যাদবের ডেলিভারি ডি ব্রুইনের ব্য্যাটের খোঁচায় বেরিয়ে আসতেই বাঁজপাখির মতো ছো মেরে গ্লাভসবন্দি করে সুপারম্যান নামের মর্যাদা রেখেছে ঋদ্ধি। ম্যাচে তিনটে ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা। এর মধ্যে দুটো উমেশ যাদবের বলে। স্বভাবতই উচ্ছ্বসিত উমেশ যাদব। আড়াই বছর পর চোট সারিয়ে এরকম দুরন্ত পারফর্মেন্স ঘিরে টিম ইন্ডিয়ার নয়নেরমনি এখন ঋদ্ধিমান সাহা। উইকেটের পিছনে দাঁড়িয়ে ঋদ্ধিমানের পারফর্ম দেখে নিজের উচ্ছ্বাস চেপে না রেখে উমেশ যাদব ঋদ্ধিকে ট্রিট দেওয়ার কথা বলেই দিয়েছে।
দ্বিতীয় টেস্টে উমেশ যাদবের দুটো ডেলিভারির দুটো ক্যাচ নিজের গ্লাভসবন্দি করেছে ঋদ্ধি। এই প্রসঙ্গে উমেশ যাদব বলেন, 'ঋদ্ধিমানকে আমার ট্রিট দেওয়া উচিত। ওভাবে শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচটা নেবে, ভাবতেই পারিনি। লেগ সাইডে বল যেতেই ধরে নিয়েছিলাম বাউন্ডারি হচ্ছে। কিন্তু ওই দুটো উইকেটের জন্য ঈশ্বর আর সাহাকে ধন্যবাদ। ' এখানে থেমে না থেকে উমেশ ঋদ্ধির প্রশংসায় বলেছে, 'আমি মনে করি যে উইকেটগুলো পেয়েছি, সেগুলো সাহারই।' সত্যি প্রোটিয়াদের বিরুদ্ধে গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে চোট পাওয়ার পর আড়াই বছর আন্তজার্তিক ক্রিকেট থেকে দূরে। ফিরে আসার লড়াই দাঁতে দাঁত লাগিয়ে। প্রায় ৩০ মাস পর আন্তজার্তিক ক্রিকেটে ক্যামব্যাক করে নিজের ফেলে আসা সাম্রাজ্যে ফের মাথায় মুকুট পড়া, 'সুপারম্যান' নামের মর্যাদা ধরে রাখা এটা ঋদ্ধিমান সাহার পক্ষেই সম্ভব। 'এভাবেও ফিরে আসা যায়'!
দ্বিতীয় টেস্টে উমেশ যাদবের দুটো ডেলিভারির দুটো ক্যাচ নিজের গ্লাভসবন্দি করেছে ঋদ্ধি। এই প্রসঙ্গে উমেশ যাদব বলেন, 'ঋদ্ধিমানকে আমার ট্রিট দেওয়া উচিত। ওভাবে শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচটা নেবে, ভাবতেই পারিনি। লেগ সাইডে বল যেতেই ধরে নিয়েছিলাম বাউন্ডারি হচ্ছে। কিন্তু ওই দুটো উইকেটের জন্য ঈশ্বর আর সাহাকে ধন্যবাদ। ' এখানে থেমে না থেকে উমেশ ঋদ্ধির প্রশংসায় বলেছে, 'আমি মনে করি যে উইকেটগুলো পেয়েছি, সেগুলো সাহারই।' সত্যি প্রোটিয়াদের বিরুদ্ধে গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে চোট পাওয়ার পর আড়াই বছর আন্তজার্তিক ক্রিকেট থেকে দূরে। ফিরে আসার লড়াই দাঁতে দাঁত লাগিয়ে। প্রায় ৩০ মাস পর আন্তজার্তিক ক্রিকেটে ক্যামব্যাক করে নিজের ফেলে আসা সাম্রাজ্যে ফের মাথায় মুকুট পড়া, 'সুপারম্যান' নামের মর্যাদা ধরে রাখা এটা ঋদ্ধিমান সাহার পক্ষেই সম্ভব। 'এভাবেও ফিরে আসা যায়'!
কোন মন্তব্য নেই