Header Ads

অমর্ত্য সেনের পর ফের বাঙলির বিশ্বজয়, অর্থনীতিতে নোবেল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের।

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ দু'দশক পরে ফের বাঙালির বিশ্বজয়। বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের বিরল গবেষণা কাজের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেতে চলেছে বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সি কলেজের ছাত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহ গবেষক হিসেবে পুরস্কৃত হতে চলেছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এসথার ডাফলো এবং মাইকেল ক্রেমার। সোমবার রয়্যাল নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত দু'দশক ধরে দারিদ্র দূরীকরণের জন্য নিরুন্তর গবেষণা করেছেন এই তিন অর্থনীতিবিদ। এই তিন অর্থনীতিবিদের নতুন পরীক্ষা ভিত্তিক পদ্ধতির জন্য উন্নয়নের অর্থনীতিতে অনেক বদল এসেছে।
 এই গবেষণার ফলে নতুন দিক উন্মোচিত হয়েছে। গবেষণায় উঠে এসেছে, সারা বিশ্বে ৭০ কোটি মানুষ অতি দারিদ্রসীমার নীচে বসবাস করে চলেছে। প্রতি বছর ৫০ লক্ষেরও বেশি শিশু জন্মের পাঁচ বছরের জন্মদিনের আগেই মৃত্যু ঘটছে। এই অবস্থায় তিন গবেষকের গবেষণা জীবনের মানোন্নয়নে কার্যকরী ভূমিকা নেবে এমনটাই মত নোবেল পুরস্কার কমিটির। কাকতালীয়ভাবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ছাত্র। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন। ২১ বছর পর ফের একবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেতে চলেছেন আর এক কৃতি বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.