Header Ads

পাকিস্তানের ওপর চাপ বাড়াল মার্কিন প্রশাসন

নজরবন্দি ব্যুরো: মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সইদ সহ ধৃত চার জঙ্গির বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য চাপ সৃষ্টি করলো মার্কিন প্রশাসন। গত বৃহস্পতিবার শীর্ষ স্তরের এই চার জঙ্গিকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ। ধৃত জঙ্গিরা সকলেই লস্কর-ই-তৈবার শীর্ষস্থানীয় নেতা। ধৃত জাফর ইকবাল, মহম্মদ আসরাফ, ইয়াহা আজিজ এবং আব্দুল সালামের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই গ্রেফতারিকে স্বাগত জানালেও উচ্ছ্বসিত নয়। কেননা পাক মাটিতে বেড়ে ওঠা এবং লালিত পালিত হওয়া জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইমরান খান সরকারের ঢিলেঢালা নীতিতে মোটেও সন্তুষ্ট নয় মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসন মনে করে, পাক প্রধানমন্ত্রী নিজের এবং সরকারের ভবিষ্যৎ টিকিয়ে রাখার জন্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.