Header Ads

জিয়াগঞ্জ শিক্ষক পরিবার খুনে নতুন মোড়, রাজমিস্ত্রি উৎপলই কি খুনি?কি বলছে পুলিশ?

নজরবন্দি ব্যুরোঃ জিয়াগঞ্জ শিক্ষক পরিবার খুনে নতুন মোড় নিল। তদন্তে নেমে এক রাজমিস্ত্রিরি নাম পান পুসিশ। যার নাম উৎপল বেহরা। গতকাল রাতে সেই উৎপল কে ডেকে পাঠানো হয় জিয়াগঞ্জ থানায়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়,কিন্তু পরে আবার তাকে ডাকা হয় তার কাছে বেশ কিছু গুরুত্ব পূর্ণ ঘটনার কথা জানতে পারে পুলিশ।
 মৃত ঐ শিক্ষকের কাছে ৪৭ হাজার টাকা পেতেন উৎপল নামে ঐ রাজমিস্ত্রি। সেই টাকা ফেরত চাওয়াতে বন্ধুপ্রকাশ নাকি গালিগালাজ করেন রাজমিস্ত্রি উৎপলকে। তার পরেই ওই খুনের পরিকল্পনা করে রাজমিস্ত্রি উৎপল। ফলে এই খুনের তদন্ত প্রায় অনেকটায় গুটিয়ে ফেলেছে পুলিশ বলে মনেকরছেন প্রশাসন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.