Header Ads

সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হতেই সুর নরম বিনোদ রাই এর।

নজরবন্দি ব্যুরো: ইতিমধ্যেই বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় নামে সিলমোহর পড়ে গিয়েছে। 'কুলিং অফ পিরিয়ড' এবং 'স্বার্থ সংঘাতের' প্রশ্ন কিন্তু পিছুছাড়া হচ্ছে না সৌরভের সঙ্গে। দেশের সুপ্রীম কোর্ট ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর ওপরে কমিটি অফ এয়্যাডমিনিস্ট্রেটর (সিওএ) বসিয়েছে। বিগত দিনে দেখা গিয়েছে সিওএ বোর্ডের তিন সদস্যের পরামর্শদাতা কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভি ভি এস লক্ষণকে স্বার্থ সংঘাতের প্রশ্নে নোটিশ পেশ করেছে। তিন কিংবদন্তি ক্রিকেটারকে ভারতীয় বোর্ডের পরামর্শদাতা কমিটি থেকে সরে যেতে হয়েছে। যা নিয়ে পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের অসন্তুষ্টি গোপন রাখেনি। এমনকি বোর্ডের মনোনয়ন পেশের পরেও এই বিষয়ে মুখ খুলে সৌরভ নিজের অসন্তোষ এবং বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে সৌরভ মনোনয়ন জমা দিতেই বরফ গলতে শুরু করে দিয়েছে।
 সিওএর নেতৃত্বতে থাকা বিনোদ রাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিকে ভারতীয় ক্রিকেটের পক্ষে ভাল সংকেত বলে ব্যাখা করেছে। বিনোদ রাই সৌরভের মনোনয়ন জমা দেওয়া প্রসঙ্গে জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হলে ভারতীয় ক্রিকেটের উন্নতি হবে। ক্রিকেটে সৌরভের অভিঞ্জতা ভারতীয় ক্রিকেট বোর্ডে কাজে আসবে এমনটাই মত বিনোদ রাই এর। স্বার্থ সংঘাতের প্রশ্নে বিনোদ রাই জানিয়েছেন, সৌরভের সঙ্গে তার ব্যক্তিগত সংঘাত নেই। ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাফল্যে তিনি গর্বিত। এই কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্সি নির্বাচিত হলে তিনি ব্যক্তিগত ভাবে খুশি হবেন এমনটাই জানিয়েছেন সিওএর চেয়ারম্যান বিনোদ রাই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.