Header Ads

তুরস্কের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই এর ময়দানে এবার আসাদের সেনা।


নজরবন্দি ব্যুরো: গত কয়েকদিন ধরেই তুরস্কের বিমানবাহিনী তুরস্ক সিরিয়া সীমান্তে বোমাবর্ষণ করে চলেছে কুর্দ জঙ্গিদের বিরুদ্ধে। এই কোণঠাসা অবস্থায় কোন উপায় না দেখে স্বশাসিত কুর্দ প্রশাসন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল- আসাদের সরকারের সঙ্গে চুক্তি সেরে নিল। এই চুক্তির ফলে সিরিয়া সেনা মোতায়েন করা হয়েছে তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। বিগত আট বছর ধরে গৃহযুদ্ধ এবং সমান্তরাল প্রশাসন চালিয়ে এসেছে কুর্দ বাহিনী বা সিরিয়ান ডেমোক্রেটিভ ফোর্স। কিন্তু তুরস্কের আগ্রাসনের মুখে পড়ে সিরিয়া সরকারের সঙ্গে চুক্তি করতে বাধ্য হল কুর্দিশ প্রশাসন। চুক্তি বলে ইতিমধ্যেই সিরিয়ান বাহিনী রাস আল আইন সহ তাবকা, আইন ইসা, রাকার মতো সীমান্তবর্তী অঞ্চলে এরিয়া ডমিনেশন এবং কৌশলগত প্রতিরোধের কাজে নেমে পড়েছে। সিরিয়ান সেনারা শহরে ঢুকতেই সাধারণ মানুষ নিজেদের উল্লাস চেপে রাখতে পারেনি।
 তুরস্কের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সিরিয়ান বাহিনীর উপস্থিতি সাধারণ মানুষকেঅনেকটাই আশ্বস্ত করেছে। মার্কিন প্রশাসন সীমান্তবর্তী অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতেই তুরস্ক কুর্দ জঙ্গিদের টার্গেট করে আক্রমণ শুরু করে দেয়। এই আক্রমণে সীমান্তবর্তী অঞ্চলের প্রায় ৬৫ হাজার মানুষ ঘরছাড়া। এছাড়াও প্রায় ৫ লক্ষ মানুষ ঘরছাড়া হওয়ার আতঙ্কে দিন গুজরাল করে চলেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার সরকারের সঙ্গে কুর্দ প্রশাসনের চুক্তি হলেও কুর্দ প্রশাসন স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই চুক্তি সাময়িক। তুরস্কের আগ্রাসন প্রতিরোধের জন্য এই চুক্তি। পরিস্থিতি সামলাতে সিরিয়ার সামরিক সহযোগীতা নেওয়া হচ্ছে। তবে আসাদ সরকারের সঙ্গে কোন ধরনের প্রশাসনিক সম্পর্ক থাকবে না। কুর্দ জাতির স্বশাসন বহাল থাকবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.