Header Ads

আইসিসির সুপার ওভারের নিয়মে বদল।

নজরবন্দি ব্যুরো: একরাশ বিতর্কের পর অবশেষে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি সুপার ওভারের নিয়মে বদল আনতে চলেছে। সোমবার দুবাইতে আইসিসির বোর্ড মিটিং ছিল। এই মিটিং এই সুপার ওভারের নিয়মে বদল আনা হয়েছে। বলা হয়েছে, আইসিসি পরিচালিত টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ টাই হলে বাউন্ডারি মারার প্রেক্ষিতে জয়ী দল বাছা হবে না। সুপার ওভার টাই হলে ফের একটা সুপার ওভার হবে। এইভাবে টাইব্রেক চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত একটা দল বেশি রান করে ম্যাচ জিতে নেয়। মিটিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচে সুপার ওভার টাই হলে, ম্যাচ টাই হবে।
 কিন্তু সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে সুপার ওভার টাই হলে, আবার সুপার ওভার চলেবে। সুপার ওভারে বেশি রান সংখ্যার ভিত্তিতে ফয়সালা হবে। আইসিসি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফয়সালা ঘিরে ক্রিকেট দুনিয়া জুড়ে ঝড় ওঠে। ফাইনাল ম্যাচ সুপার ওভারে গড়ায়। সুপার ওভার টাই হয়ে যায়। ম্যাচে বেশি বাউন্ডারি মারার ভিত্তিতে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়। মুখ পোড়ে আইসিসির। অবশেষে বিতর্কের যবনিকা টানতে সুপার ওভারের নিয়ম বদল ঘটালো আইসিসি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.