Header Ads

বাংলাকে পাখির চোখ করে গুঠি সাজানো শুরু গেরুয়া শিবিরের।

নজরবন্দি ব্যুরো: হাজার কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে ও পুজোর এই চারটে দিন সবাই আনন্দে মেতে ওঠে। উৎসব শেষ, সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পরেছে। রাজনৈতিক মহলেও ব্যস্ততা বেরে গিয়েছে। ভোট উৎসব এখনো বাকি। রাজনৈতিক মহলের এখন একটাই লক্ষ্য ২০২১ এর বিধান সভা নির্বাচন। ২০২১ এ নির্বাচন নিয়ে কৌশল রূপায়ণের পালা শুরু। বিজেপির প্রধান লক্ষ্য হল রাজ্য বাংলায় মমতাকে ক্ষমতাচুত্য করে বিজেপি কে আনা। ২০১১ সালের মতোই রাজ্য রাজণীতি তে আবার পালা বদলের সময়। আর এই লক্ষ্য সাফল্য পেতে নতুন রাস্তা তৈরী হচ্ছে গেরুয়া শিবিরে। নির্বাচনী প্রচার কি ভাবে করতে হবে, তাতে কোন বিষয় গুলিকে বেশি প্রাধান্য দিতে হবে এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হচ্ছে।
২০১৯ এর লোকসভা নির্বাচনের সময় থেকে দলবদল করছে নানা দলের নেতা কর্মীরা।এবার তাদেরি জন্য এই প্রশিক্ষণ ব্যবস্থা করা হচ্ছে। তাদের বিজেপি দলের আদর্শ কি তার ও প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য থেকে তৃণমূলীদের দূরে সরিয়ে রাজ্যে গেরুয়া রঙ আনার জন্য জা করনিয় তা শেখানো হবে। মোদি-শাহরা ঠিক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের বরবার পাঠিয়ে বঙ্গ বিজেপির নেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে ২৯৪ টির মধ্যে বেশিরভাগ আসনেই এগিয়ে আছেন তারা। রাজ্যে ১৮ টি আসনে এগিয়ে।তাই ২০২১ এর নির্বাচন নিয়েও গেরুয়া শিবির আশাবাদী। এই প্রশিক্ষণের নির্বাচনী প্রচারের সাথে সাথে NRC নিয়েও প্রচারের প্রশিক্ষণ দেওয়া হবে। বিজেপি চোখ ২০২১ এর নির্বাচনে। অমিত শাহ ২০২১ নিয়ে ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে। সেই ব্লু প্রিন্ট হিসাবে কাজ করে তৃণমূল কে কোনঠাসা করে বিজেপি কে রাজ্য রাজনীতি তে জায়গায় করে নিতেই হবে এটাই লক্ষ্য।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.