'ফুটবলের মক্কা'য় প্রতাশার চাপ নিয়ে মাঠে নামতে চলেছে সুনীলের ছেত্রীর টিম ইন্ডিয়া।
নজরবন্দি ব্যুরো: দীর্ঘদিন পর মঙ্গল সন্ধ্যায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের বল গড়াতে চলেছে। ২০২২ কাতার বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৩ যৌথ টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের ম্যাচের আগে 'ফুটবলের মক্কা' ফুটবল জ্বরের ধাক্কায় কাবু। অনলাইন এবং অফলাইন এই ম্যাচের টিকিট শেষ। দুই দল ইতিমধ্যেই পৌছে গিয়েছে শহরে। ২০১৪ সালে গোয়ার মাটিতে দুই দেশ শেষবারের জন্য মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে এবার গুরপ্রীত সিং সান্ধুরা জয়ের জন্য ঝাঁপাতে চলেছে বলাই যায়। কাতারের বিরুদ্ধে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, নিখিল পূজারি, মন্দৌর রাও দেশাই এবং মনবীর সিং জানপ্রাণ লড়িয়ে দিয়েছিল। বাংলদেশের বিরুদ্ধে যুবভারতীর ন্যাচারাল টার্ফে টক্কর দিতে তৈরি টিম ইন্ডিয়ায় এই ফুটবলারের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু বলেন, 'আমরা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচকে কোনভাবেই হাল্কা করে নিচ্ছি না। এই ম্যাচকে আমরা চ্যালেঞ্জ হিসেবেই দেখছি।' বাংলাদেশ টিম নিয়ে বলতে গিয়ে গুরপ্রীত বলেন, 'বাংলাদেশ টিম প্যাশন এবং আবেগ নিয়ে খেলে। বাংলাদেশ আমাদের কাছে কঠিন প্রতিপক্ষ। আমরা সজাগ রয়েছি, যাতে ম্যাচের সময় কোন ভুল না হয়।' ভারতের হয়ে এই ম্যাচে ডিফেন্ডার সন্দেশ ঝিংঘান হাঁটুর চোটের কারণে খেলতে পারবে না।বাংলাদেশ ম্যাচের আগে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচে ঝিংঘানকে হাঁটুতে চোটের কারণে টিম থেকে ছিটকে যেতে হয়েছে। এর আগে রাহুল ভেকেও চোটের কারণে দল থেকে বাদ যেতে হয়েছিল।
তবে স্টিম্যাচের ভারত তৈরি বাংলাদেশের চ্যালেঞ্জ নেওয়ার জন্য। এদিকে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা নির্ধারনের ম্যাচে বাংলাদেশ নিজেদের দেশের মাটিতে কাতারের বিরুদ্ধে ০-২ গোলে হেরে গেছে। কাতারের বিরুদ্ধে ম্যাচে হেরে গেলেও টিম বাংলাদেশ সুনীল ছেত্রী, বলবন্ত সিংদের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাতে মরিয়া। বাংলাদেশের বৃটিশ কোচ জেমি ডে বলেন, 'কাতারের বিরুদ্ধে ম্যাচটায় আমরায় ভুল করেছিলাম। কিন্তু আমরা পিছনের দিকে তাকাতে রাজি নই। ভারতের বিরুদ্ধে খেলার জন্য আমাদের এখন যাবতীয় ফোকাস। এই সময়ে দাঁড়িয়ে টিম হিসেবে আমরা শক্তিশালী এবং সংগঠিত।' বাংলাদেশের কোচ বলেন,'আমরা জানি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছি। কিন্তু আমরাও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের তৈরি করে নিয়েছে। এই ম্যাচে আমরা কোন ভুল করতে রাজি নই। আমরা এখন শিখছি কিভাবে ম্যাচ জিততে হয়।' মঙ্গলবার সন্ধ্যেতে ম্যাচ খেলতে নামার আগে দুই দলই সর্তক তা স্পষ্ট। দুই দলই নিজেদের ঘর (ডিফেন্স) সামলে বল পায়ে আক্রমণে ওঠার স্ট্রাটেজি সাঁঝিয়ে বসে আছে তাও বোঝা যাচ্ছে। তবে এটা ঠিক যে, এই রকম একটা হাইভোল্টেজ ম্যাচে ৯০মিনিট বল গড়ানোর সঙ্গে ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো উপর নিচ করবে।
তবে স্টিম্যাচের ভারত তৈরি বাংলাদেশের চ্যালেঞ্জ নেওয়ার জন্য। এদিকে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা নির্ধারনের ম্যাচে বাংলাদেশ নিজেদের দেশের মাটিতে কাতারের বিরুদ্ধে ০-২ গোলে হেরে গেছে। কাতারের বিরুদ্ধে ম্যাচে হেরে গেলেও টিম বাংলাদেশ সুনীল ছেত্রী, বলবন্ত সিংদের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাতে মরিয়া। বাংলাদেশের বৃটিশ কোচ জেমি ডে বলেন, 'কাতারের বিরুদ্ধে ম্যাচটায় আমরায় ভুল করেছিলাম। কিন্তু আমরা পিছনের দিকে তাকাতে রাজি নই। ভারতের বিরুদ্ধে খেলার জন্য আমাদের এখন যাবতীয় ফোকাস। এই সময়ে দাঁড়িয়ে টিম হিসেবে আমরা শক্তিশালী এবং সংগঠিত।' বাংলাদেশের কোচ বলেন,'আমরা জানি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছি। কিন্তু আমরাও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের তৈরি করে নিয়েছে। এই ম্যাচে আমরা কোন ভুল করতে রাজি নই। আমরা এখন শিখছি কিভাবে ম্যাচ জিততে হয়।' মঙ্গলবার সন্ধ্যেতে ম্যাচ খেলতে নামার আগে দুই দলই সর্তক তা স্পষ্ট। দুই দলই নিজেদের ঘর (ডিফেন্স) সামলে বল পায়ে আক্রমণে ওঠার স্ট্রাটেজি সাঁঝিয়ে বসে আছে তাও বোঝা যাচ্ছে। তবে এটা ঠিক যে, এই রকম একটা হাইভোল্টেজ ম্যাচে ৯০মিনিট বল গড়ানোর সঙ্গে ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো উপর নিচ করবে।
কোন মন্তব্য নেই