Header Ads

বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের, তবে মিলবে না মহার্ঘ্য ভাতা। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ রোপাতে 'পে ম্যাট্রিক্স' পদ্ধতি চালুর ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পেতে চলেছে। ব্রান্ড এবং গ্রেড পে মিলিয়ে কর্মচারীদের যে হারে মূল বেতন আছে পে ম্যাট্রিক্স প্রক্রিয়াতে মূল বেতন বৃদ্ধি হতে চলেছে। অন্যদিকে মহার্ঘ্য ভাতা আর পে কমিশন নিয়ে রাজ্য সরকারের প্রতি ব্যাপক ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে।
কেন্দ্রে যেখানে সপ্তম পে কমিশন চলছে রাজ্য সেখানে কোনমতে উঠতে পেরেছে ছয়ে, তাও নতুন বেতন এখনও চালু হয়নি! মহার্ঘ্য ভাতাতেও রয়েছে অনেক ফারাক। বকেয়া ডিএ-র দাবিতে আদালতে মামলা করা রাজ্য সরকারি কর্মীদের জয় হয়। দেশের ক্রেতা মূল্যসূচক বা সিপিআই এর উপর ভিত্তি করে এ রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দেয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বকলমে স্যাট।
পাশাপাশি কত ডিএ বকেয়া, নির্ধারণ করতে হবে ৩ মাসের মধ্যে আর দিতে হবে ৬ মাসের মধ্যে! কিন্তু স্যাটের নির্দেশ পাওয়ার পরেও রাজ্য সরকারের কোন হেলদোল নেই। বরং শোনা যাচ্ছে রাজ্য সরকার স্যাটের রায়ের বিরুদ্ধে যেতে পারে সুপ্রিম কোর্টে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.