Header Ads

আয়কর হানা কল্কি ভগবানের আশ্রমে, উদ্ধার বহু মূল্যের সোনা, হিরে।

নজরবন্দি ব্যুরো: আয়কর হানা "কল্কি ভগবানের আশ্রমে"। কে এই কল্কি ভগবান? কি তার আসল পরিচয়? কল্কি ভগবান বলে পরিচিত এই ব্যক্তির আসল নাম বিজয় কুমার। এক সময় তিনি এলআইসি-র সামান্য ক্লার্ক ছিলেন। পরে তিনি চাকরি ছেরে দেন এবং তিনি নিজেই নিজেকে কৃষ্ণের দশম আবতার বলে পরিচিতি তৈরী করেন। এবং ধর্মগুরু কল্কি ভগবান হয়ে ওঠেন। তিনি নিজেকে কলি যুগের কৃষ্ণ বলে থাকেন। শুরু থেকেই তাঁর আত্ম্যাধিক বিষয়ে ঝোঁক ছিল। আশির দশকের মাঝামাঝি তিনি চাকরি ছেড়ে চিত্তুরে ‘জিবাশ্রম’ নামে একটি স্কুল খোলেন। স্কুলের শিষ্যদের আধ্যাত্মিক পাঠ দিতেন তিনি। ক্রমে তাঁর শিষ্যের সংখ্যা বাড়তে থাকে। তার পরে চিত্তুরে তিনি ‘ওয়াননেস’ নামে একটি বিশ্ববিদ্যালয়ও খুলে ফেলেন। প্রচুর সেলিব্রিটি এবং বড় ব্যবসায়ীও তাঁর শিষ্য হয়ে যান সেই সময় থেকেই। নব্বইয়ের দশকে তিনি নিজেকে কৃষ্ণের দশম অবতার ‘কল্কি’ হিসাবে ঘোষণা করেন। এবং কল্কি ভগবান হয়ে ওঠে৷ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটকে তাঁর প্রচুর আশ্রম রয়েছে।
 বিদেশের অনেক জায়গায় গিয়ে তিনি নিজের মতবাদ প্রচার করে এসেছেন। দেশ-বিদেশে তাঁর যাবতীয় আশ্রমের অ্যাকাউন্ট দেখভাল করতেন স্ত্রী পদ্মাবতী এবং ছেলে এনকেভি কৃষ্ণ। সম্প্রতি আয়কর হানা পরে কল্কির আশ্রেমে। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে সেই ‘কল্কি’-র দেশের নানা আশ্রমেই এ বার হানা দিলেন আয়কর দফতরের অফিসারেরা। উদ্ধার হয়েছে হিসাব বহির্ভূত নগদ ৯৩ কোটি টাকা। সঙ্গে সোনা, হিরে মিলিয়ে ৪০৯ কোটি টাকার সম্পত্তি। একজন ধর্মগুরুর এতো বেয়াইনি সম্পত্তি কথা থেকে এল? আয়কর দফতর জানায়, তাঁর প্রতিটা আশ্রমেরই হিসাব বহির্ভূত আয় রয়েছে। সেই আয় সরকারের থেকে গোপন রাখা হত। এই তথ্য হাতে পাওয়ার পরই ১৬ অক্টোবর থেকে বিভিন্ন আশ্রমে তল্লাশি শুরু করেন আয়কর অফিসারেরা। কল্কির আশ্রম গুলিতে হানা দিয়ে ১৮ কোটি টাকার মূল্যের নগদ মার্কিন ডলার উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ৮৮ কেজি সোনা, যার মূল্য ২৬ কোটি টাকা এবং ১ হাজার ২৭১ ক্যারাটের হিরে। সব মিলিয়ে মোট ৫০০ কোটি টাকারও বেশি হিসাব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন আয়কর অফিসারেরা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.