মুখ্যমন্ত্রীর ভাইপোর নামে চার্জশিট, তুলকালাম রাজ্য জুড়ে।
নজরবন্দি ব্যুরো: এক রাত, এক রাতের নাইট ক্লাব পার্টি, ওই পার্টিতে উড়েছে ৮ কোটি টাকা। ব্যস ওমনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে চলে আসে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাইপো রাতুল পুরী। অর্থ তছরুপের মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি। নাইট ক্লাবে টাকা উড়ানোর অভিযোগের সঙ্গে রাতুল পুরীর বিলাসবহুল জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তুলেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা চার্জশিটে দাবি করেছে, রাতুল পুরী এবং তার পরিচালিত সংস্থা ৮ হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত।
অভিযোগ, রাতুল পুরীর পারিবারিক সংস্থা মোজারবিয়ার ইন্ডিয়া লিমিটেড ২০০৯ সালে বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে মোটা অংকের ঋণ নিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরানোর পরেও টাকা ফিরিয়ে দেয়নি রাতুল পুরীর সংস্থা। অভিযোগ দায়ের হয়। ২০১৯ সালে রাতুল পুরীর ওই বাণিজ্যিক সংস্থার অয়্যাকাউন্ট ক্লোজড করে দেওয়া হয়। ৩৫৪ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ দায়ের হয় ইডির কাছে, রাতুল পুরী এবং তার মা বাবার বিরুদ্ধে। তদন্তে নামে ইডি। আদালতে এই মামলায় যে প্রাথমিক চার্জশিট দাখিল করেছে ইডি তাতে করে অর্থ নয়ছয় সহ বিলাসবহুল জীবনযাত্রার উল্লেখ রয়েছে।
অভিযোগ, রাতুল পুরীর পারিবারিক সংস্থা মোজারবিয়ার ইন্ডিয়া লিমিটেড ২০০৯ সালে বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে মোটা অংকের ঋণ নিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরানোর পরেও টাকা ফিরিয়ে দেয়নি রাতুল পুরীর সংস্থা। অভিযোগ দায়ের হয়। ২০১৯ সালে রাতুল পুরীর ওই বাণিজ্যিক সংস্থার অয়্যাকাউন্ট ক্লোজড করে দেওয়া হয়। ৩৫৪ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ দায়ের হয় ইডির কাছে, রাতুল পুরী এবং তার মা বাবার বিরুদ্ধে। তদন্তে নামে ইডি। আদালতে এই মামলায় যে প্রাথমিক চার্জশিট দাখিল করেছে ইডি তাতে করে অর্থ নয়ছয় সহ বিলাসবহুল জীবনযাত্রার উল্লেখ রয়েছে।
কোন মন্তব্য নেই