ঋদ্ধির চোট, পরিবর্তে উইকেটের পিছনে দাঁড়ালেন ঋষভ পহ্ন।
নজরবন্দি ব্যুরো: রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের চা পান বিরতির পর অঘটন। রবিচন্দ্রন অশ্বিনের বল উইকেটের পিছনে দাঁড়িয়ে গ্লাবসবন্দি করতে গিয়ে চোট পেয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ২৬.১ ওভারে ঘটনাটি ঘটে। ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে প্যাভিলিয়নে ফিরে যায় 'সুপারম্যান' ঋদ্ধি। পরিবর্ত কিপার হিসেবে উইকেটের পিছনে এসে দাঁড়ায় ঋষভ পহ্ন। বিসিসিআই ট্যুইট করে ঋদ্ধির চোট নিয়ে আপডেট দিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট চলার সময়ে গত বছর ঋদ্ধিমান সাহা চোটের কবলে পড়েছিলেন। দেড় বছর ক্রিকেটের বাইরে থেকে দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত ক্যাচ ধরে 'সুপারম্যান' নামের মর্যাদা রেখেছিলেন। কিন্তু ফের রাঁচির টেস্টে চোট পেয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। উদ্বেগে দেশের ক্রিকেটপ্রেমিরা।
কোন মন্তব্য নেই