Header Ads

নিষিদ্ধ শব্দবাজি ফাটালে এক লক্ষ টাকা জরিমানা, হতে পারে পাঁচ বছরের জেল!

নজরবন্দি ব্যুরোঃ কালীপুজো ও দীপাবলী উপলক্ষে শব্দবাজি নিয়ে অভিযান শুরু করল প্রশাসন। এদিন শহরের বড় বড় আবাসনের প্রতিনিধিদের সাথে নিয়ে বৈঠকে বসেছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্যদ। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা, ব্যারাকপুর, হাওড়া ও বিধান নগর পুলিশ কমিশনারের প্রতিনিধিরাও।
এর আগেও পুলিশ বারবার জানিয়ে এসেছিল যে, কলকাতা শহরতলি হাওড়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটি আবাসনের বিরুদ্ধে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগ রয়েছে। যদিও তা প্রমাণ করতে না পারায় কোন ব্যাবস্থা নেওয়া সম্ভব হয়নি প্রশাসনের পক্ষ থেকে।
তাই  এবার ঠিক করা হয়েছে কালীপুজোর আগে আগেই সব বড় বড় আবাসন গুলো কে শব্দবাজী সংক্রান্ত বিধিনিষেধ সম্পর্কে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হবে।
পর্ষদ এনভায়রনমেন্ট প্রোটেকশন আ্যন্ড ১৯৮৬-র ১৫ নম্বর ধারায় কঠোরভাবে প্রয়োগ করা হবে এবার বলে জানা গেছে। নিষিদ্ধ শব্দবাজি ফাটালে ৫ বছরের জেল বা এক লক্ষ টাকা জরিমানা হতে পারে।
রবিবার কড়া ভাষায় একথা জানিয়ে দিল পুলিশ, দরকার পড়লে কালীপুজোর দিন গুলিতে কড়া নজর রাখতে ড্রোন ওড়ানো হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.