Header Ads

বাংলাদেশ সফরে বিশ্রামে অধিনায়ক? সভাপতি সৌরভ কথা বলবেন বিরাটের সাথে।

নজরবন্দি ব্যুরোঃ টানা ৮-৯ মাস এক নাগাড়ে খেলে যাওয়া কোহলি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে চান না বলে খবর।এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিসিসিআইয়ের নয়া সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, 'আমি ২৪ তারিখ তাঁর সঙ্গে দেখা করব। বিসিসিআইয়ের সভাপতি হিসাবেই অধিনায়কের সঙ্গে কথা বলব। তিনি একজন অধিনায়ক, আশা করছি কথাটা শুনবেন।' অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল গঠন হওয়ার কথা আগামী ২৪ অক্টোবর।
 বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হওয়া সৌরভ গাঙ্গুলী আগেই জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির সম্পর্কে তিনি নির্বাচকদের সঙ্গে কথা বলার সুযোগ হাতছাড়া করতে চান না। গত জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকেই ধোনি বিশ্রামে রয়েছেন। এবার কি হবে ধোনির ভাগ্য তা হয়তো অনেকটাই নিরভর করছেন দাদার হাতে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.