Header Ads

এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করলো ভারত।

নজরবন্দি ব্যুরোঃ রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংস ও ২০২ রানের জয় পেয়েছে ভারত।দক্ষিণ আফ্রিকাকে টেস্টে এর আগে কখনও সিরিজ হোয়াইট ওয়াশ করতে পারেনি ভারত। এই প্রথমবার সেই কীর্তির মালিক হল বিরাট বাহিনী।ঘরের মাঠে ডু প্লেসিসদের ৩-০ ব্য়বধানে টেস্ট সিরিজ হারাল ভারত। রাঁচি টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ শেষ করে ভারতীয় বোলাররা। একই দিনে দ্বিতীয় ইনিংসেও ৮ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
 একই দিনে ভারতীয় বোলাররা ১৬ টি উইকেট তুলে নেন, যার জন্য আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা।ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি। ভাইজাক ও পুনে টেস্ট জিতেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতে ভারত। আর এই টেস্ট জিতে রেকর্ডের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন সিপে বেশ খানিকটা এগিয়ে গেল ভারত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.