Header Ads

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে বদল।

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নীয়োগে বড়সড় বদল ঘটতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ঊঠে যাচ্ছে কাউন্সেলিং এবং ইন্টারভিউ ব্যবস্থা। শুধুমাত্র মেধার ভিত্তিতেই নিয়োগ করা হবে। আর এই কারণে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় মেধার মানদন্ডে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মনে করা হচ্ছে নিয়ম বদলের ফলে এসএসসি নিয়োগ প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠবে। পরীক্ষার ছয় থেকে আট মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এমনটাই মত বিশেষঞ্জ মহলের। এদিকে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য বারে বারে আবেদন করতে হত। তবে এবার থেকে আর প্রার্থীকে বারে বারে আবেদন করতে হবে না। শিক্ষাঙ্গণের যেকোন স্তরে নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীকে একবারই আবেদন করতে হবে। প্রার্থী আবেদন পত্র জমা করলেই নিজের পচ্ছন্দ মতো স্তরে পরীক্ষায় বসতে পারবে। এক্ষেত্রে মৌখিক পরীক্ষার ব্যবস্থা থাকছে না। আবেদনকারিদের শুধুমাত্র লিখিত পরীক্ষাতেই বসতে হবে। স্কুল সার্ভিস কমিশন মনে করছে এই পদ্ধতি কার্যকর হলে প্রক্রিয়া সহজ হবে এবং আবেদনকারিদের অভিযোগ অনেকটাই কমবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.