Header Ads

বেসরকারি নিরাপত্তারক্ষীতে আস্থা হারিয়ে এবার বিশ্বভারতীর নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী হাতে তুলে দিতে চিঠি উপাচার্যের।

নজরবন্দি ব্যুরোঃ  এবার ক্যাম্পাসের অভ্যন্তীরণ নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে সিআইএসএফ নিয়োগের দাবি জানালো হলো বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে। খবর ইতিমধ্যেই উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে একটি চিঠিও লিখেছেন। তিনি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে চিঠিতে লিখেছেন “বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষীদের একটা বড় অংশ স্থানীয় তৃণমূল নেতাদের দ্বার মদত-পুষ্ট।
 তারা অনেক ক্ষেত্রেই কর্তৃপক্ষের নির্দেশে কর্ণপাত করেন না। কর্তব্যে গাফিলতির অভিযোগে কোনও কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীকে কাজ থেকে বাদ দেওয়া হলে স্থানীয় তৃণমূল নেতৃত্বও সেই ব্যাপারে নাক গলান। এই সমস্ত পরিস্থিতির বিবেচনা করে এই ঐতহ্যমণ্ডিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টির সঠিক পরিচালনা ও ক্যাম্পাসের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত সিআইএসএফ বাহিনী নিয়োগ করা হোক কেন্দ্রের তরফে”।একাধিক কারণের জেরে ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা যে সত্যিই বিঘ্নিত হচ্ছে তা এক প্রকার স্বীকার করে নিয়েছেন প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.