ইডেনে গার্ডেন্সে হতে চলেছে দিন রাতের টেস্ট ম্যাচ, বাজিমাত সৌরভের।
নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনে ২২ নভেম্বর দিন রাতের টেস্ট ম্যাচে বল গড়াতে চলেছে। বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজি করিয়ে নিয়েছে। ইডেনে হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের দিন রাতের টেস্ট ম্যাচ। গোলাপি বলে খেলা হবে দিন রাত্রের টেস্ট ম্যাচ। সৌরভ জানিয়েছেন, এসজি বলে খেলা হবে ম্যাচ। ইতিমধ্যেই শহর কলকাতায় শিশির পড়তে শুরু করে দিয়েছে। শিশির বা ‘ডিউ ফ্যাক্টর’ ইডেন গার্ডেনে ম্যাচ চলাকালীন ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে কাজ করে থাকে। দুপুর ২ টো থেকে দিন রাতের টেস্ট ম্যাচ শুরু হবে। প্রশাসক সৌরভ আশ্বস্ত করেছেন, ‘প্রয়োজন হলে শিশির নিয়ন্ত্রণের জন্য স্প্রে ব্যবহার করা হবে।’ বোর্ড প্রশাসক পদে বসেই সৌরভ ইডেনে গার্ডেন্সে দিন রাতের টেস্ট ম্যাচ নিয়ে বিরাট কোহলির সঙ্গে কথা বলে ভিকের সম্মতি আদায় করে নিয়েছিলেন। এরপর বিসিসিআই এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দেওয়া হয় ইডেন গার্ডেন্সে দিন রাতের টেস্ট ম্যাচ খেলার জন্য। বিসিবি রাজি হয়ে যাওয়ায় ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্রন্ট ফুটে ডাইভ করে বাজিমাত করেই ফেললেন।
Loading...
কোন মন্তব্য নেই