লাল হলুদের আশিয়ান জয়ী ফুটবলার এবার আই লিগ দলের টিডির ভূমিকায়।
নজরবন্দি ব্যুরোঃ ইন্দোনেশিয়ার মাটিতে ২০০৩ সালে ইস্টবেঙ্গল আশিয়ান কাপ চ্যম্পিয়ন হয়েছিল, পুলিশ টেরো ফুটবল ক্লাব দলকে হারিয়ে। ওই ম্যাচের অন্যতম কান্ডারি ছিল ব্রাজিলীয় মিডিও ডগলাস ডি সিলভা। প্রায় চার বছর আগে ভারত ছেড়ে ব্রাজিলে উড়ে গিয়েছিলেন। তবে ভারতীয় ফুটবল নিয়ে খোঁজ খবর রেখে যেতেন। মোহনবাগান আকাদেমির কোচ হিসেবেও এদেশের মাটিতে কাজ করেছিলেন। এবার মণিপুরের ক্লাব দল ট্রাউ এর টেকনিক্যাল পরামর্শদাতা (টিডি) হিসেবে দেখা যাবে ডগলাসকে। মণিপুরের এই ক্লাব দল সদ্য আই লিগ খেলার ছাড়পত্র পেয়েছে। আই লিগের এই ক্লাব দলে বেশ কয়েকজন বাংলার ফুটবলার রয়েছে। ডগলাস নিজেও স্বীকার করেছেন ক্লাব দল ট্রাউ এর টিডি হিসেবে কাজ করার বিষয়টি। আগামী সপ্তাহে ডগলাস কলকাতার মাটিতে পা রাখতে চলেছে। ডগলাস নিজেও চেয়েছিলেন ভারতীয় ফুটবলে কাজ করতে। মণিপুরের ক্লাব দলের প্রস্তাব পেয়েই নিজের সম্মতিও দিয়ে ফেলেন। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর ইস্টবেঙ্গলের জাতীয় লিগ জয়ের নায়ক ডগলাস ডি সিলভাকে আই লিগ টুর্নামেন্টে ক্লাব দল ট্রাউ এর টিডি হিসেবে ডাগ আউটে দেখা যাবে।
Loading...
কোন মন্তব্য নেই