Header Ads

দীপাবলির পর শেয়ার বাজার খুলতেই ধামাকা।

নজরবন্দি ব্যুরো: দীপাবলির পর শেয়ার বাজার খুলতেই শেয়ার সূচক এক ধাক্কায় ঊর্ধ্বমুখী। সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌছে গেল শেয়ার বাজার। দীপাবলির পর বৃহস্পতিবার বাজার প্রথম খুলেছিল। বাজার খোলা মাত্রই শেয়ার সূচক হু হু করে ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। বৃহস্পতিবার মুম্বই শেয়ার সূচক ২৪৫.৬৫ থেকে বেড়ে গিয়ে পৌছায় ৪২৯৭.৫২ পয়েন্ট। অন্যদিকে নিফটি শেয়ার সূচক বুধবার বাজার বন্ধের সময় ছিল ৭০.৮ পয়েন্ট। বৃহস্পতিবার বাজার খুলতেই নিফটির শেয়ার সূচক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১১৯১৪.৯০ পয়েন্ট। বৃহস্পতিবার শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে ব্যাঙ্কিং এবং তথ্যপ্রযুক্তি সেক্টরের শেয়ার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে। এই ধাক্কায় দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলোর শেয়ার দর অনেকটাই বেড়ে গিয়েছে। আন্তজার্তিক শেয়ার বাজারেও শেয়ার সূচক ঊর্ধ্বমুখী হওয়ার প্রভাব ভারতে এসে পড়ে। এশিয়ার বাজারে শেয়ারের দাম বেড়ে গিয়েছে। মার্কিন ব্যাঙ্কগুলো সূদের হার কমিয়েছে, ফলে মার্কিন শেয়ার দর বেড়ে গিয়েছে। বিশেষঞ্জদের মত, ভারতীয় অর্থনীতির পক্ষে এই লক্ষণ শুভ। আপাতত কদিন 'দালাল স্ট্রীটের' হাওয়া এরকমই থাকবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.