মানসিক সমস্যার কারণে ক্রিকেটের কিটস তুলে রাখলেন এই ক্রিকেটার, জানতে হলে পড়ুন।
নজরবন্দি ব্যুরো: অর্নিদিষ্টকালের জন্য বিশ্রাম নিয়ে নিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মানসিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে চলেছেন ম্যাক্সওয়েল। তাই এমন সিদ্ধান্ত। নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ করে বাইশ গজে ফিরতে চান। এমনটাই জানা গিয়েছে বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে রানের মধ্যে ছিলেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে ২৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি বিগ্রেড জয় পায়। দ্বিতীয় টি ২০ তে মাঠে নামতে হয়নি,ডেভিড ও য়ার্নার আর স্টিভ স্মিথ অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে নেয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ সিরিজে এগিয়ে যায় অজি শিবির। কিন্তু তৃতীয় টি ২০ ম্যাচের আগেই নিজে থেকেই সরে দাঁড়ালেন গ্লেন ম্যাক্সওয়েল। মনোবিদ মাইকেল লয়েড জানিয়েছেন,' মানসিক সমস্যার মুখোমুখি হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই কারণে কিছু সময় কাটাতে চাইছে ক্রিকেটের থেকে দূরে সরে গিয়ে। নিজের মানসিক সমস্যাগুলো চিহ্নিত করতে ম্যাক্সওয়েল নিজেই সক্রিয়। সার্পোট স্টাফদের সঙ্গে নিয়ে এই বিষয়ে ও খাটছে।' ৩১ বছরের গ্লেন ম্যাক্সওয়েল নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া সিইও বেন অলিভার প্রতিক্রিয়ায় বলেছেন, 'আমাদের ক্রিকেটার ও স্টাফদের ভাল থাকা সবার আগে। গ্লেনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। গ্লেনের ভাল থাকা নিশ্চিত করতে ক্রিকেট ভিক্টোরিয়ার সার্পোট স্টাফদের সঙ্গেই কাজ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্লেন ও গ্লেনের পরিবার এবং বন্ধুদের একা থাকতে দেওয়া হোক। বিরক্ত যেন না করা হয়, এটাই সবার কাছে আমাদের আবেদন। ও হল স্পেশাল ক্রিকেটার। আর অস্ট্রেলিয়া ক্রিকেট পরিবারে গ্লেন ম্যাক্সওয়েল হল গুরুত্বপূর্ণ সদস্য। গ্রীষ্মে ফের ম্যাক্সওয়েলকে আমরা জাতীয় দলে দেখতে পাবো এমন আশা রাখি।'
Loading...
কোন মন্তব্য নেই