Header Ads

সব্যসাচীর নিরাপত্তা বাড়ানো হল।

নজরবন্দি ব্যুরোঃ সব্যসাচী দত্ত ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা পেতে চলেছেন। বুধবার থেকে সব্যসাচীর নিরাপত্তায় ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা বেষ্টনী ঘিরে থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সব্যসাচী দত্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নেতাজি ইন্ডোরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়ে বিজেপিতে নাম লিখিয়ে ছিলেন সব্যসাচী দত্ত। সব্যসাচী এখন রাজারহাট নিউটাউনের বিধায়ক। বিজেপিতে যোগ দেওয়ার পরেই রাজ্য প্রশাসন সব্যসাচীর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল। এরপর সব্যসাচী দত্ত যাদবপুর কান্ডের কয়েরকদিন পর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এরপর থেকেই সব্যসাচী বিজেপির দলীয় কর্মসূচীতে মন দিয়ে দেন। আর এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিধায়ক সব্যসাচী দত্তের জন্য ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.