Header Ads

দিল্লিতে প্রথম ম্যাচে নিয়ে পরিবেশবিদদের সঙ্গে গলা মিলিয়ে বোর্ডকে পরামর্শ দিলেন গম্ভীর।

নজরবন্দি ব্যুরোঃ টি২০ সিরিজের প্রথম ম্যাচে রবিবার ভারতের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। কিন্তু বাধা হচ্ছে দিল্লির দূষণ।দূষণের ফলে নাকাল রাজধানীর বাসিন্দারা। এই অবস্থায় খেলা হলে সমস্যায় পড়বেন ক্রিকেটাররাও।এই অবস্থায় দিল্লির পরিবেশবিদদের খোলা চিঠি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে। তাঁদের অনুরোধ, ম্যাচ যেন অন্য কোথাও স্থানান্তরিত করা হয়। দেশের ক্রিকেটারদের কথা ভেবেই এই চিঠি দেওয়া হয়েছে।ওপর দিকে ম্যাচ নিয়ে সৌরভকে নিজের পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার তথা বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
এদিন সাংবাদিকদের সামনে গম্ভীর বলেন “দিল্লির যা দূষণের অবস্থা তাতে কোনও মতেই ম্যাচ করা উচিত নয়। কিন্তু ম্যাচ ঘোষণা হয়ে যাওয়ার পর তা সরানো খুব একটা সহজ নয়। এরপর থেকে দিল্লিতে খেলা ফেলার আগে ভাবা উচিত বিসিসিআই-এর। কারণ এটা শুধুমাত্র ক্রিকেটারদের সমস্যা নয়, গোটা দিল্লির মানুষের সমস্যা।' ক্রিকেটের থেকে যে দূষণ অনেক বড় সমস্যা তাও এ দিন পরিষ্কার করে দেন গম্ভীর। তিনি বলেন, 'ক্রিকেটের থেকে এটা অনেক বড় সমস্যা। আমার মনে হয় দিল্লির মানুষের পরিবেশের দিকেই বেশি নজর দেওয়া উচিত। কারণ সবাই এই দূষণের জন্য কষ্ট পাচ্ছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ, সবার শরীরের ক্ষতি হচ্ছে। সে দিকেই সবার নজর দেওয়া উচিত”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.