Header Ads

সোনার দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।

নজরবন্দি ব্যুরোঃ কালো বাজারিদের কালো টাকা রুখতে মোদি সরকার নোট বাতিল এর মতো একটা বড়ো পদক্ষেপ নিয়েছিল। নোট বাতিল এর পর এবার কালো টাকা রুখতে সরকার নিতে চলেছে দ্বিতীয় পদক্ষেপ। এবার সরকারের নজর কালো টাকা দিয়ে কেনা সোনার উপরে। সূত্রের খবর : কালো টাকা দিয়ে কেনা সোনার উপরে লাগাম দিতে সরকার নিয়ে আসেতে চলেছে একটা নিতুন স্কিম। এবার সোনার কেনার ক্ষেত্রে Amnesty Scheme নিয়ে আসতে চলেছে আয়কর দফতর। এই ফলে সোনার মুল্যে নির্ধারণ করার জন্য ভ্যালুয়েশন সেন্টারের সার্টিফিকেট লাগবে।
 বিলে নির্ধারিত মুল্যের অধিক যতটা সোনার সম্মন্ধে জানাবেন তার উপর ট্যাক্স দিতে হবে বলে জানা গেছে। নির্দিষ্ট মাত্রার বেশি সোনা রশিদ ছাড়া থাকলে, তার পরিমাণ এবং মূল্য সরকারকে জানাতে হবে। এই scheme নির্দিষ্ট সময় অবদি থাকবে। স্কিম এর সময়সীমা শেষ হওয়ার পরে নির্দিষ্ট মুল্যের বেশি সোনা পেলে জরিমানা দিতে হবে। গোল্ড স্কিমের ও অনেক পরিবর্তন হতে চলেছে, তার সাথে Amnesty Scheme এ সোনাকে অ্যাসেট ক্লাস হিসাবে বারানোর কথা বলা হবে। ইতি মধ্যে এই স্কিম এর কথা মন্ত্রালয়ে পাঠানো হয়েছে। স্কিমের ড্রাফট তৈরী হচ্ছে। এই বছরের অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে ক্যাবিনেটে এই স্কিমের বিষয় সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু মহারাষ্ট্র ও হারিয়ানাতে ইলেকশান চলার জন্য পিছিয়ে গেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.