Header Ads

এই ইস্যুতে বিরাটের পাশে প্রাক্তন কোচ অনিল কুম্বলে, জানতে হলে পড়ুন।নজরবন্দি ব্যুরোঃ সমস্ত বিতর্ককে ঠেলে ফেলে দিয়ে কিংবদন্তি ক্রিকেটার তথা জাতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে বিরাট কোহলির পাশে এসে দাঁড়ালেন। সম্প্রতি ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শেষ হয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রায় দর্শকশূন্য মাঠেই বিরাট এন্ড কোম্পানিকে খেলতে হয়েছে। এই ইস্যুতে ক্যাপ্টেন কোহলি প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছে, ‘দেশে পাঁচটি স্থায়ী টেস্ট ম্যাচ সেন্টার হওয়া দরকার। দর্শকশূন্য স্টেডিয়ামে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করেও বিরাটের মুখ থেকে হতাশা ঝড়ে পড়ে।’ আর এই ইস্যুতেই ভারত অধিনায়ক কোহলির পাশে এসে দাঁড়িয়েছে কিংবদন্তী ক্রিকেটার তথা প্রাক্তন কোচ অনিল কুম্বলে। কুম্বলে এই বিষয়ে বিরাটের পাশে দাঁড়িয়ে বলেছে, ‘টেস্টের জন্য দেশে স্থায়ী মাঠ থাকা প্রয়োজন।’ দেশে স্থায়ী টেস্ট ম্যাচ সেন্টার ইস্যুতে অনিল কুম্বলের যুক্তি, ‘ আশি কিংবা নব্বুই এর দশকে আন্তজার্তিক টেস্ট ম্যাচ হত উৎসবের মরশুম বুঝে। কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ হত নিউ ইয়ার সেলিব্রেশনের সময়। আর চেন্নাইতে টেস্ট ম্যাচের আয়োজন করা হত পোঙ্গল উৎসবের সময়।’ ভারতীয় বোর্ডের কাছে আবার এই রীতি ফিরিয়ে আনার আবেদন রেখেছে জাম্বো। কুম্বলে মনে করেন এই ফর্মুলা ফিরিয়ে আনলে দেশের ভিতরে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে। এরই সঙ্গে অনিল কুম্বলে দিন রাতের টেস্ট ক্রিকেটের ওপরে জোর দিয়েছেন। জাতীয় দলের প্রাক্তন কোচের মতে, দিন রাতের টেস্ট হলে দর্শকেরা নিজেদের কাজ সেরে স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.