Header Ads

ঘূর্ণিঝড় কিয়ার আছড়ে পড়তে চলেছে চার রাজ্যে, জারি সতর্কতা।


নজরবন্দি ব্যুরোঃ ২০০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় কিয়ার আছড়ে পড়তে চলেছে আরব সাগরের তীরের চার রাজ্যে। এমনই সতর্কতা জারি করেছে দেশের মৌসম ভবন। কেন্দ্রীয় আবহাওয়া দফত্র সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় কিয়ারের দাপটের কারণে মৎস্যজীবিদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।  রবিবার সকালে কিয়ার ২০০ কিলোমিটার বেগ শক্তি সঞ্চয় করে নিলে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ের রুপ নিয়ে নেবে। সেই কারণে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং গুজারাত উপকূলের এক অংশে সতর্কতা জারি করা হয়েছে। আর এই কারণে ২৭ থেকে ২৯ অক্টোবর পূর্ব-মধ্য আরব সাগরে ২৮-৩১ অক্টোবর পশ্চিম-মধ্য আরব সাগরে মৎস্যজীবিদের সমুদ্রে নামতে নিষেধ কোড়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের দাপটে গোয়ায় বেশকিছু গাছ উপড়ে পড়েছে। সমুদ্র জল উপচে উঠে প্লাবিত হয়েছে নীচু এলাকা। জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। মৌসম ভবনের পূর্বাভাস, এই সময় মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক গুজরাতের কিছু অংশে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল হয়ে উঠতে পারে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.