Header Ads

রোজভ্যালি কান্ডে নাম জড়াল প্রাক্তন গোয়েন্দা প্রধানের, জানতে হলে পড়ুন!

নজরবন্দি ব্যুরো: কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে সিবিআই সারদা চিটফান্ড তদন্তে শিলং উড়িয়ে নিয়ে জিঞ্জাসাবাদ করেছিল। এবার কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন সিবিআই এর স্ক্যানারে। রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি তদন্তে জিঞ্জাসাবাদের জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক চিঠি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চিঠি দেওয়া হয়েছে দময়ন্তী সেনকে জিঞ্জাসাবাদের অনুমতি পাওয়ার জন্য। সূত্র মারফৎ জানা গিয়েছে, সিবিআই মনে করছে প্রাক্তন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনকে জিঞ্জাসাবাদের ফলে রোজভ্যালি তদন্তে নতুন লিড উঠে আসতে পারে। যা তদন্তকে আরোও গতিশীল ও কার্যকরী করে তুলবে।

 ইতিমধ্যেই সেবি রোজভ্যালি চিটফান্ড নিয়ে তদন্ত রিপোর্ট সিবিআইকে পাঠিয়ে দিয়েছে। এই অবস্থায় রাজ্য রাজনীতি কি ফের একবার সিবিআই এর রোজভ্যালি তদন্ত নিয়ে তপ্ত হতে চলেছে। সারদা তদন্তে জিঞ্জাসাবাদের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার টিম প্রাক্তন নগরপাল রাজীব কুমারের বাড়ি গিয়েছিল। এই ঘটনার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে ধর্নায় বসে পড়েছিলেন। রোজভ্যালি তদন্তে প্রাক্তন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনকে সিবিআই এর অনুমতি চাওয়ার চিঠিকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ফের প্রতিবাদে ধর্না মঞ্চে বসে পড়বেন। গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.