Header Ads

শুধুই আনন্দ না অজান্তেই করছি শরীরের ক্ষতি।


নজরবন্দি ব্যুরোঃ প্রতিদিন আমরা এমন অনেক কিছুই করি যা আমাদের শরীরের অনেক ক্ষতি করে থাকে। কিন্ত আমরা অনেকেই সেই ব্যপারে ওয়াকিবহাল নই। তার ফলে প্রতিদিন কোনো না কোনো কারণে আমাদের অজান্তেই, আমাদের শরীরের ক্ষতি হয়।  
আর মাত্র একদিন বাকি দীপাবলি আসতে। দীপাবলি মানেই চারিদিক আলোক সজ্জায় সেজে ওঠা । তার সাথে বাজি ফাটানো। ছোটো বড় সকলেই খুব আনন্দের সাথে পালন করে। আগুন থেকে দূরত্ব রাখার চেষ্টা করি ঠিকই কিন্তু বাজির এই বিষাক্ত ধোঁয়া  ফুসফুসের বিপদের সম্ভাবনা বাড়িয়ে তোলে। চোখ জ্বালা থেকে শুরু করে শ্বাসনালীর প্রদাহ, অ্যাজমার অ্যাটাক, এমনকি, ভয়ানক শ্বাসকষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। এই সব বাজির মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান আছে যা শুনলে চমকে উঠতে হবে। আমাদের দেশে যেমন কালিপুজোতে বাজি পোড়াই , তেমনি বিশ্বের বিভিন্ন দেশে নানা অনুষ্ঠা্নে বাজি পোড়ানো হয়। এই বাজি তৈরীর উপাদান একই রকম থাকে সব দেশে ।ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি’-সহ বিশ্বের বিভিন্ন দেশের ফুসফুস ও শ্বাসনালী সমীক্ষা সংস্থা তাদের এক সমীক্ষায় জানিয়েছেন  যে কোনো বাজি তৈরী করতে সালফার এবং কাবর্ন লাগেই। তাছারাও যে সমস্থ  রাসায়নিক উপাদান ব্যবহার হয় যেমন আর্সেনিক, ম্যাঙ্গানিজ, সোডিয়াম অক্সালেট, আয়রন ডাস্ট, অ্যালুমিনিয়াম, সোডিয়াম অক্সালেট, বেরিয়াম নাইট্রেট, পটাসিয়াম পারকোলেট-সহ আরও বেশ কিছু রাসায়নিক, সেগুলি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।
শিশু, বয়স্ক ছারাও যাদের শ্বাসযন্ত্র কিছুটা দুর্বল তাদের ভিসন সমস্যা হয় বাজির ধোঁয়ায়। এই ধোঁয়া বাতাসে মিশে বাতাসকে দূষিত করে আর সেই বাতাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং শরীরকে অশুস্থ করে তোলে ।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.