Header Ads

ধোনি ‘পহেলিতে’ প্রসাদের মন্তব্যে জোর গুঞ্জন।


নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ ঘিরে জোর চর্চ্চা চলছে। এই চর্চার তুফানে এবার নতুন সংযোজন ভারতীয় ক্রিকেটের জাতীয় নির্বাচক প্রধান এম এস কে প্রসাদের মন্তব্য ধোনিকে ঘিরে। প্রসাদের সাফ কথা, ‘আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেটা খুব স্পষ্ট। বিশ্বকাপ পরবর্তী দল নির্বাচনেই তা বোঝা গিয়েছে। আমরা ঋষভ পহ্নকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু ক্যারিবিয়ান সফরে ওর পারফর্মেন্স সেভাবে চোখে পড়েনি। কিন্তু আমরা ওকে নিয়েই পরের পরিকল্পনা তৈরি করছি। ঋষভের দিকেই আমাদের নজর রয়েছে।’ জাতীয় দলের নির্বাচক প্রধান প্রসাদ এও বলেছেন, ‘বিশ্বকাপের পর থেকেই আমরা তারুণ্যের ওপর জোর দিচ্ছি। এই বিষয়ে আমরা ধোনির সঙ্গে কথা বলেছি। ধোনি বোর্ডের তারুণ্যের নীতিতে সমর্থন জানিয়েছে।’ সদ্য বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এম এস ধোনির অবসর নিয়ে জানিয়েছে, কথা বলবেন ধোনির সঙ্গে। এরই মধ্যে নির্বাচক প্রধান এম এসকে প্রসাদের মন্তবত ধোনি বিতর্ক আরও উস্কে দিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.