Header Ads

প্রয়াত আশা অডিওর কর্ণধার।


নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন আশা অডিওর কর্ণধার মহুয়া লাহিড়ী। বেশ কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। কিন্তু জীবনের শেষ যুদ্ধে মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে সঙ্গীতের মায়া কাটিয়ে চলে গেলেন। মহুয়া লাহিড়ীর অকাল প্রয়াণে বাংলা সঙ্গীত জগৎ নেমে এসেছে ঘোর অমাবস্যা। নিয়ম করে প্রতি পুজোয় অ্যালবাম প্রকাশ করা আশা অডিওর পরিচয় হয়ে দাঁড়িয়েছিল সঙ্গীত জগৎ। নিজেদের ব্যানারে একদিকে যেমনি তারকা কণ্ঠশিল্পীদের তুলে ধরেছিল আশা অডিও। আবার অনামী কন্ঠশিল্পীদের সঙ্গীতের মহাসমুদ্রে তুলে আনার ক্ষেত্রে আশা অডিও অবদান অনেক। আশা ভোসলে থেকে কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, উদিত নারায়ন কেউই বাদ যায় নই আশা অডিওর ব্যানারে নিজেদের কন্ঠের জাদু সঙ্গীতের জগৎ ছড়িয়ে দিতে। আর সেই প্রতিষ্ঠানের অভিভাবক মহুয়া লাহিড়ী চলে গেলেন সঙ্গীতের মায়া কাটিয়ে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.