Header Ads

কাশ্মীর নিয়ে ট্রাম্পের মুখে মধ্যস্থতার সুর।


নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীর প্রসঙ্গ তুলে ফের একবার ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতাকারির  ভূমিকা পালন করতে প্রস্তুত। তবে তার আগে পাকিস্তানকে জঙ্গি দমনে কঠোর এবং স্থায়ী পদক্ষেপ করতে হবে। এমনটাই জানিয়েছে, বৃহস্পতিবার মার্কিন বিদেশ দফতরের উচ্চপদস্থ এক আধিকারিক। ভারত দীর্ঘদিন ধরেই বলে আসছে সন্ত্রাসবাদ আর আলোচনা একসঙ্গে চলতে পারেনা। ভারতের এই বক্তব্যকে সমর্থন জানিয়ে মার্কিন ওই আধিকারিক জানিয়েছেন, 'কাশ্মীর প্রশ্নে ভারত তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নিতে রাজি নয়।' এইসঙ্গে মার্কিন ওই আধিকারিক জানিয়েছেন, দুই দেশ রাজি থাকলে মার্কিন রাষ্ট্রপতি মধ্যস্থতাকারির ভূমিকায় থাকতে পারেন। এই সঙ্গে মার্কিন প্রশাসন পাকিস্তানের উদ্দেশ্যে বলেছে, সবার আগে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে সদর্থক ভূমিকা নিতে হবে। ইতিপূর্বে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে একান্ত বৈঠকে ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছে। এবারো ওয়াশিংটন ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছে। এখন দেখার দুই দেশের রাজনীতির আঙিনায় মার্কিন প্রশাসনের বার্তা কতটা ঝড় তুলতে পারে।     

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.