Header Ads

এভাবেও ফিরে আসা যায়! 'সুপারম্যান' ঋদ্ধিমান সাহা।

নজরবন্দি ব্যুরো: আড়াই বছর পর উইকেটের পিছনে দাঁড়িয়ে নিজের জলবা দেখিয়ে দিলেন ভারতীয় উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে উইকেটের পিছনে দাঁড়িয়ে উমেশ যাদবের বলেথিউনিস ডি ব্রুইনের এজড (বলের খোঁচা) দুরন্ত ক্ষিপ্রতার সঙ্গে গ্লাভস বন্দি করে ফেলতেই আলোচনার কেন্দ্রে ঋদ্ধিমান সাহা। ২০ মাস চোটের কারণে টিমের বাইরে। কিন্তু সুযোগ পেয়েই ফের নিজের জাত চিনিয়ে দিলেন ঋদ্ধিমান। উমেশের বলে খোঁচা দিতেই ডি ব্রুইনের ক্যাচ ধরার জন্য প্রথম স্লিপে তৈরি ছিলেন চেতেশ্বর পুজারা। বল ডি ব্রুইনের ব্যাট ছুঁয়ে বের হতেই বাজপাখির মতো শরীরটা ছুঁড়ে দিয়ে ক্যাচ গ্লাভস বন্দি করে ফেলে ভারতীয় উইকেট কিপার ঋদ্ধিমান সাহা।
 বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, পুজারা প্রত্যেকেই দৌড়ে এসে ঋদ্ধির পিঠ চাপড়ে দেন। কাকতালীয় ভাবে আড়াই বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে উমেশ যাদবের বলে স্টিফেন ও কিফের ক্যাচ বাজপাখির মতো শরীরটাকে ছুঁড়ে দিয়ে গ্লাভস বন্দি করে ফেলতেই বিশ্ব ক্রিকেটে ঋদ্ধিমান সাহার নামের সঙ্গে 'সুপারম্যান' শব্দ জুড়ে যায়। ভারতের রোহিত শর্মা নাম দিয়েছিলেন 'ফ্লাইং সাহা।' আড়াই বছরের চোট সারিয়ে উইকেটের পিছনে দাঁড়িয়ে ফের একবার দেখিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা ফুরিয়ে যায়নি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.