Header Ads

মহারাজের মহারাজকীয় ইনিংস, দ্বিতীয় টেস্টে জমজমাট লড়াই।

নজরবন্দি ব্যুরো: পুণেতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২৭৫ রানে শেষ। লাঞ্চ ব্রেকের পর ফাফ ডুপ্লেসি আউট, ৬৪ রান করে। প্রোটিয়াদের ফলো অন করাবে ভারত এমন সম্ভাবনা ক্রমেই জোড়ালো হয়ে উঠছে ঠিক সেই সময়ে ম্যাচের মোড় পেন্ডুলামের মতো ঘুরতে শুরু করে দিল। তৃতীয় দিনের শেষ দুই সেশনে প্রোটিয়া টেল এয়্যান্ডারদের চওড়া ব্যাট ভেস্তে দিল টিম বিরাটের যাবতীয় ছককে। নবম উইকেটে ভার্নন ফিল্যান্ডার এবং কেশব মহারাজের জুটি ১০৯ রানের মহার্ঘ সঞ্জীবনী প্রোটিয়াদের লড়াই এর বাইশ গজে ফিরিয়ে আনল। নবম উইকেটে এই জুটি পিচ কামড়ে পড়ে থাকলো।
 মারার বল মারল, ছাড়ার বল ছেড়ে দিল, রাখার বল মাথা নীচু করে রেখে দিল। ফিল্যান্ডারের ১৯২ বলে ৪৪ আর মহারাজের ১৩২ বলে ৭২ রান প্রাক্তন ক্রিকেটার গোপাল বসুর ক্রিকেটের সহজপাঠকে মনে করিয়ে দিল। ৪৩.১ ওভার ভারতীয় বোলারেরা শুধু হাত ঘুরিয়েই গেলেন। কিন্তু ফিল্যান্ডার এবং মহারাজ ধৈহ্য ধরে উপমহাদেশের পিচে ব্যাট করে গেলেন। লুজ বলকে বাউন্ডারির বাইরে ফেলে দিতে এতটুকু দ্বিধাগ্রস্ত দেখতে লাগেনি। সঙ্গে খুচরো রান নিয়ে ভারতীয় বোলারদের ধৈহ্যের পরীক্ষা নিয়ে গেলেন। দিনের শেষ বলে প্রোটিয়ারা অল আউট ২৭৫ রানে। কেরিয়ারে প্রথম অর্দ্ধশতরান চলে এল কেশব মহারাজের,নবম উইকেটে নেমে। ৩২৬ রানে এগিয়ে রয়েছে বিরাটের ভারত। দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন কোহলি ফলো অনের রাস্তায় হাঁটাবেন দক্ষিণ আফ্রিকাকে। চতুর্থ দিনের ডেলিভারির সঙ্গে পরিষ্কার হয়ে যাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.