Header Ads

লিও মেসির আগেই গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন এই তারকা ফুটবলার, জানতে হলে পড়ুন!

নজরবন্দি ব্যুরো: ৭০০ গোলের মালিক হয়ে গেলেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো। লিওনেল মেসির আগেই ৭০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন পর্তুগীজ ফুটবল তারকা রোনাল্ডো। ফুটবলের ক্ষুদে জাদুকর মেসির গোল ৬৬৮। মেসির আগে এখন সিআরসেভেন। লুক্সেমবার্গের বিরুদ্ধে ৩-০ গোলে জেতে পর্তুগাল। ম্যাচে দ্বিতীয় গোল লুক্সেমবার্গ এর জালে জড়িয়ে দিতেই ক্রিশ্চিয়ান রোনাল্ডো ৭০০ গোলের মালিক হয়ে যায়। ফুটবল দুনিয়ায় ষষ্ঠ ফুটবলার হিসেবে রোনাল্ডো ৭০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেলে।
 নিজের ফুটবল কেরিয়ারে ক্রিশ্চিয়ান রোনাল্ডো স্পোর্টিং লিসবনের হয়ে কেরিয়ার শুরু করে ৫ গোল করে। এরপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ১১৮, রিয়েলের জার্সি পরে ৪৫১, জুভেন্টাসের জার্সি চাপিয়ে ৩২ গোল হয়ে গেছে। আর পর্তুগালের জার্সি গায়ে রোনাল্ডোর গোল ৯৪। সব মিলিয়ে ৭০০ গোলের মালিক সিআরসেভেন। ফুটবলের দুনিয়ায় ৮০৫ গোল করে শীর্ষে রয়েছে অষ্ট্রিয়ার জোসেফ বিসকান। দ্বিতীয় ফুটবল সম্রাট পেলে ৭৭৯। ব্রাজিলের রোমারিও তিনে ৭৪৮ গোল। চারে পুসকাস ৭০৯। পাঁচ নম্বরে গার্ড মুলার, ৭০১।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.