Header Ads

এনআরএসে কুকুর শাবক খুন কান্ডে চার্জশিট পুলিশের।


নজরবন্দি ব্যুরো: অবশেষে চার্জশিট জমা দিল এন্টালি থানার পুলিশ। শিয়ালদহ আদালতে নীলরতন সরকার মেডিকেল কলেজে কুকুর শাবক হত্যা মামলায় ২০৪ পাতার চার্জশিট জমা দিল তদন্তকারী আধিকারিক। দুই নার্সিং ছাত্রী মৌটুসি মন্ডল এবং সোমা বর্ধন নামে দুই ছাত্রী অভিযুক্ত। অভিযুক্তরা এখন জামিনে রয়েছে। অভিযোগ,চলতি বছরের ১৩ জানুয়ারি দুই অভিযুক্ত মিলে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং হোস্টেল ক্যাম্পাসে ১৬ টি কুকুরের শাবককে পিটিয়ে মেরে পলিথিনে ভর্তি করে। গোটা ঘটনাটি একটি ক্যামেরা মোবাইলে বন্দি হয়েছিল। অভিযুক্ত দুই নার্সিং ছাত্রীর বিরুদ্ধে পশু হত্যা, নৃশংসতা এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। অভিযুক্ত মৌটুসি মন্ডল প্রথম বর্ষ এবং সোমা বর্ধন দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.