Header Ads

জগদ্ধাত্রী পুজোর আগে চন্দননগরে পুলিশের হানা, উদ্ধার বিপুল পরিমাণে পচা মাংস।

নজরবন্দি ব্যুরো :পচা মাংস উদ্ধার হল এবার চন্দননগরে। জগদ্ধাত্রী পুজোর আগে বিপুল পরিমাণে পচা মাংস উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।  চন্দননগর সিটি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় চন্দননগরের গঞ্জ বাজারের তাঁতিবাগান এলাকায়। নারায়ণ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। উদ্ধার হয় প্রায় ১০০ কেজি পচা মুরগির মাংস।  বাড়ির ফ্রিজে রাখা হয়েছিল ওই পচা মাংস। নারায়ণ মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বাজেয়াপ্ত মাংস গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠায়। গবেষণাগারের রিপোর্ট বলছে, বাজেয়াপ্ত মাংস খাওয়ার উপযুক্ত নয়। পুলিশ মনে করছে এই বিপুল পরিমাণের পচা মাংস চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর উৎসবের সময়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাতে বিক্রির পরিকল্পনা ছিল ধৃত নারায়ণ মন্ডলের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.