ভারতমাতার হাতে উলটো জাতীয় পতাকা! সংকল্প যাত্রায় দেশভক্তির চূড়ান্ত নমুনা বিজেপির।
নজরবন্দি ব্যুরোঃ দেশভক্ত আর দেশভক্তির প্রভাব দেশজুড়ে। আপনি কি পরবেন, কি খাবেন, কার সাথে সম্পর্ক রাখবেন, রাতে কখন বাড়ি ফিরবেন সবই আজকাল ঠিক করে দেশপ্রেমিক রা। দেশপ্রেমের প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ে বেশ খানিকটা এগিয়ে বিজেপি।
কদিন আগে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণির টেবিলে দেখা গিয়েছিল জাতীয় পতাকা উলটো করে লাগানোর ছবি আর এবার একই ছবি দেখা গেল এই রাজ্যে।
মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উজ্জাপন করছে বিজেপি, পোশাকি নাম গান্ধী সংকল্প যাত্রা। সেই গান্ধী সংকল্প যাত্রাতেই ঘটল জাতীয় পতাকাকে অবমাননার ছবি।
রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় সংকল্প যাত্রা করে বিজেপি। সেখানেই দেখা যায় কিছু শিশুকে ভারতমাতা সাজিয়েছে তারা। আর সেই ভারত মাতার হাতে উলটো জাতীয় পতাকা।
এই খবর শুধু খবরের জন্যে নয়। দেশভক্তদের প্রতি আবেদন মাত্র, এমন করবেন না! আর নজরবন্দি.ইন এর প্রচ্ছদের ছবি দেখে ঘাবড়ানোর কোন কারন নেই, আমাদের কাছে দেশভক্তদের সোজা রাখার থেকে জাতীয় পতাকাকে সোজা করে রাখা অনেক জরুরি।
কদিন আগে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণির টেবিলে দেখা গিয়েছিল জাতীয় পতাকা উলটো করে লাগানোর ছবি আর এবার একই ছবি দেখা গেল এই রাজ্যে।
মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উজ্জাপন করছে বিজেপি, পোশাকি নাম গান্ধী সংকল্প যাত্রা। সেই গান্ধী সংকল্প যাত্রাতেই ঘটল জাতীয় পতাকাকে অবমাননার ছবি।
রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় সংকল্প যাত্রা করে বিজেপি। সেখানেই দেখা যায় কিছু শিশুকে ভারতমাতা সাজিয়েছে তারা। আর সেই ভারত মাতার হাতে উলটো জাতীয় পতাকা।
এই খবর শুধু খবরের জন্যে নয়। দেশভক্তদের প্রতি আবেদন মাত্র, এমন করবেন না! আর নজরবন্দি.ইন এর প্রচ্ছদের ছবি দেখে ঘাবড়ানোর কোন কারন নেই, আমাদের কাছে দেশভক্তদের সোজা রাখার থেকে জাতীয় পতাকাকে সোজা করে রাখা অনেক জরুরি।
কোন মন্তব্য নেই