NRC-র বীজ রোপন NPR-এ? জেগে উঠেছে প্রশ্ন।
নজরবন্দি ব্যুরো: অসমে NRC প্রক্রিয়ায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলে চলেছেন, 'সারা দেশ জুড়েই NRC লাঘু হবে।' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে NRC বিরোধিতা করে সিথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা করে ফেলেছেন। বিভিন্ন সময়ে মমতা জানিয়েছেন,'তিনি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে NRC লাঘু হতে দেবেন না।' কিন্তু এরপরেও NRC প্রসঙ্গে প্রশ্ন তুলেছে রাজ্যের মানবাধিকার সংগঠন APDR। APDR এর তরফ থেকে রঞ্জিৎ শূর ফেসবুকে NRC প্রসঙ্গ নিয়ে মতামত রাখতে গিয়ে NPR বা National Population Register এর বিষয়টি তুলে ধরেছেন। রঞ্জিৎ শূরের বক্তব্য অনুযায়ী, NPR হল NRC বা National Register Of Indian Citizens এর প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রথম পদক্ষেপ।
অর্থাৎ, NPR প্রক্রিয়ায় ২০২০ সালের এপ্রিলে NPR কর্মীরা প্রত্যেকের বাড়ি গিয়ে ১২ টি বিষয়ে তথ্য সংগ্রহ করবে। আর সেই সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে 'সন্দেহজনক' নাগরিকদের একটি তালিকা তৈরি করা হবে। এরপর ওই সন্দেহজনক নাগরিকদের নোটিশ পাঠানো হবে নাগরিকত্ব প্রমাণের জন্য। রঞ্জিৎ শূর দাবি করেছেন, NPR এর নোটিফিকেশন আইনেই স্পষ্ট ভাষায় বলা হয়েছে এই প্রক্রিয়া বিষয়ে। রঞ্জিৎ শূরের দাবি, NPR প্রক্রিয়া ভেরিফিকেশনের পর তৈরি হয়ে যাবে বহু চর্চ্চিত NRC। NPR নিয়ে ইতিমধ্যেই গেজেট নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে। এই অবস্থায় NPR বা National Population Register প্রক্রিয়ার মাধ্যমে অসমের মতো পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে NRC প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এই প্রশ্নটাই এখন মাথাচাড়া দিয়ে উঠছে।
অর্থাৎ, NPR প্রক্রিয়ায় ২০২০ সালের এপ্রিলে NPR কর্মীরা প্রত্যেকের বাড়ি গিয়ে ১২ টি বিষয়ে তথ্য সংগ্রহ করবে। আর সেই সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে 'সন্দেহজনক' নাগরিকদের একটি তালিকা তৈরি করা হবে। এরপর ওই সন্দেহজনক নাগরিকদের নোটিশ পাঠানো হবে নাগরিকত্ব প্রমাণের জন্য। রঞ্জিৎ শূর দাবি করেছেন, NPR এর নোটিফিকেশন আইনেই স্পষ্ট ভাষায় বলা হয়েছে এই প্রক্রিয়া বিষয়ে। রঞ্জিৎ শূরের দাবি, NPR প্রক্রিয়া ভেরিফিকেশনের পর তৈরি হয়ে যাবে বহু চর্চ্চিত NRC। NPR নিয়ে ইতিমধ্যেই গেজেট নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে। এই অবস্থায় NPR বা National Population Register প্রক্রিয়ার মাধ্যমে অসমের মতো পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে NRC প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এই প্রশ্নটাই এখন মাথাচাড়া দিয়ে উঠছে।
কোন মন্তব্য নেই