Header Ads

নানুরে খুন সিপিএম নেতা। তিন দিন পর উদ্ধার দেহ।

নজরবন্দি ব্যুরো: তিনদিন নিখোঁজ থাকার পর বীরভূমের নানুরের সিপিএম নেতার দেহ উদ্ধার হল। উদ্ধার করে নানুর থানার পুলিশ। সুভাষচন্দ্র দে নামে ওই সিপিএম নেতার দেহ কেটে টুকরো টুকরো করে দুটি বস্তায় বেঁধে লোপাটের চেষ্টা করা হয়েছিল। দেহের একাংশ অজয় নদের চড়ে এবং বাঁশ বাগানে দেহের আর এক অংশ ফেলা হয় বলে অভিযোগ। ১৮ অক্টোবর থেকে নিখোঁজ ছিল ওই সিপিএম নেতা। পরিবারের তরফ থেকে নানুর থানায় মিসিং ডায়রি করা হয়।
 এরপর ওই সিপিএম নেতার দেহ উদ্ধার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে নানুর থানার পুলিশ সোনালি বিবি এবং মতিউর রহমান নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে। খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.