Header Ads

১৪ বছরের প্রেম, অবশেষে বিয়ে তারকা টেনিস খেলোয়াড়ের।

নজরবন্দি ব্যুরো: ১৪ বছর ধরে চুটিয়ে প্রেম। এরপর চুপিসারে বিয়ে সেরে ফেললেন রাফায়েল নাদাল। পাত্রী ছোটবেলার বান্ধবী মারিয়া পেরেল্লাকে। ৩৩ বছর বয়সী রাফার বিবাহ পর্ব সম্পূর্ণ হয়েছে নিজের শহর মায়োরকায়। মায়োরকার ব্রিটিশ আমলের দূর্গে ১৯ বার গ্রান্ড স্ল্যাম বিজয়ীর বিয়েতে উপস্থিত ছিল প্রায় তিনশোর মতো অতিথি।
বিয়ের পর রাফায়েল নাদাল প্রতিক্রিয়ায় জানিয়েছেন,' নতুন জীবনে প্রবেশ করেছি। সকলের আর্শীবাদ চাইছি।' নব দম্পতি সদ্য কেনা বিলাসবহুল বাড়িতে বসবাস করতে চলেছে এমনটাই জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.