বোর্ডের প্রাপ্য ফিরিয়ে দিতে আইসিসিকে তোপ ভারতের মহারাজের।
নজরবন্দি ব্যুরোঃ সদ্য বিসিসিআই এর বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের মসনদে বসেই নয়া বোর্ড প্রেসিডেন্ট আইসিসির বিরুদ্ধে তোপ দাগলেন, বকেয়া অর্থ বিসিসিআইকে ফিরিয়ে দেওয়ার জন্য। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিষ্কার কথা, ‘ক্রিকেট বিশ্বে মোট যে পরিমাণ অর্থ উপার্জন হয়ে থাকে তাঁর মধ্যে ভারত থেকে আইসিসি ৭০-৮০ শতাংশ অর্থ উপার্জন করে থাকে। তাই আইসিসির উচিৎ আরও বেশি অর্থ বিসিসিআই এর হাতে তুলে দেওয়া।’ নয়া বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, ‘বেশ কয়েক বছর ধরে আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডকে টাকা দেয়নি।’ প্রসঙ্গত আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। সৌরভ জানিয়েছেন, ‘এই বিষয় নিয়ে খুব দ্রুত তিনি আইসিসির সঙ্গে আলোচনায় বসবেন।’ সূত্র মারফৎ জানা গিয়েছে, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসির কাছ থেকে প্রায় ২৭০০ কোটি টাকা দাবী করেছেন। এই প্রসঙ্গে সৌরভ জানিয়েছে, ‘ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য ভারতীয় বোর্ড আইসিসির সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করে যাবে।’ এরই সঙ্গে নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটের সবার্থ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিঞ্জাবদ্ধ। সৌরভের কোথায়, ‘যেহেতু আইসিসির অর্ধেক শেয়ার হোল্ডার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তাই কোন ধরনের অভেলা ভারতীয় বোর্ডের তরফে মেনে নেওয়া হবে না।’
Loading...
কোন মন্তব্য নেই