কালি পুজোতে আবহাওয়া নিয়ে খুশীর খবর দিল আবহাওয়া দফতর।
নজরবন্দি ব্যুরোঃ কদিন ধরে বৃষ্টিতে জেরবার কোলকাতা সহ গোটা বঙ্গবাসী। সরাব আতঙ্ক এবার কি তা হলে কালি পুজোতে বৃষ্টি হবে? ঠিক সেই সময় খুশীর খবর শোনাল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের রিপোর্ট বলছে আজ শনিবার থেকে উন্নতি হবে পরিস্থিতির। কাল রবিবার কালি পুজোর দিন দেখা দিতে পারে ঝলমলে রোদ। অন্যদিকে দুদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটা নেমেছে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি অর্থাত্ স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম।
তবে আশার খবর হল ক্রমশ ঝাড়খন্ডের দিকে সরছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার প্রভাবেই আজও রাজ্যের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টি হচ্ছে তবে কাল থেকে তাও কমে যাবার সম্ভবনা রয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই