Header Ads

নোটাতেই কি ভরসা আম আদমির?


নজরবন্দি ব্যুরোঃ সদ্য হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিধানসভা ভোট হয়েছে। উল্লেখযোগ্যভাবে দুই রাজ্যের ভোটারদের মধ্যে নোটায় ভোটপ্রদান নির্ণায়ক সিদ্ধান্তে নিয়েছে। অন্তত ভোট ফলাফল এমনই ইঙ্গিত বহন করে চলেছে। সাম্প্রতিক ভোট ফলাফলে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের তিন বিধানসভা কেন্দ্রে নোটা উঠে এসেছে দুই নম্বরে। আর হরিয়ানার ছয় কেন্দ্রেও নোটা তৃতীয় স্থানে উঠে এসেছে। রাজনৈতিক পরিমন্ডলে নোটা প্রার্থীদের জয় পরাজয়ে হয়ে উঠেছে 'এক্স ফ্যাক্টর'। এখন প্রশ্ন উঠছে কেন? রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনীহা না কি প্রশাসনের গয়ংগচ্ছ মনোভাব এরজন্য দায়ি! ২০১৪ লোকসভা ভোটে প্রথম নোটা বিকল্প একটি বোতাম ভোটারদের হাতে তুলে দেওয়া হয়। ভোট শতাংশের বিচারে নোটা রাজনৈতিক নেতাদের পিছনে ফেলে এগিয়ে চলেছে। নোটায় দেখা গিয়েছে শতাংশের বিচারে ভোটপ্রদানের হার জয় পরাজয়ে শুধু নির্নায়ক হয়ে উঠছে তাই নয়, সঙ্গে বয়ে এনেছে আম আদমির সতর্কবার্তা। সতর্কবার্তা রাজনৈতিক দলের কাছে। প্রতিশ্রুতির বন্যা আর প্রতিশ্রুতি পূরণ না হওয়ার যন্ত্রণা, এই দুই এর মাঝে সময়টা পাঁচ বছর হলেও আম আদমির কাছে এই পাঁচটা বছর হয়ে দাঁড়ায় অ্যাসিড টেস্ট। যাকে ভোট দিয়ে জনতা দরবারে পাঠিয়েছে তাদের কাছ থেকে জনতাও প্রত্যাশা করে থাকে প্রতিশ্রুতি পূরণের। আর সেই প্রত্যাশা পূরণে আঘাত আসলেই ক্রিয়ার বদলে প্রতিক্রিয়া আসতে বাধ্য।           
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.