Header Ads

অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের আর্থিকনীতি বস্তা পচা, তিনি বামপন্থী। মন্তব্য বিজেপি মন্ত্রীর!

নজরবন্দি ব্যুরোঃ অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের ৭২ ঘন্টার মধ্যে তাঁকে বামপন্থী বলে কটাক্ষ করে তাঁর আর্থিকনীতি বাতিল করে দিয়েছে বলে মন্তব্য করলেন বিজেপির মন্ত্রী। মহারাষ্ট্রে নির্বাচনকে কেন্দ্র করে একটি সাংবাদিক সম্মেলনে মন্ত্রী পীযুষ গোয়েল বলেন সকলেই জানেন যে অভিজিত্ বন্দ্যোপাধ্যায় কি ধরনের ভাবনায় বিশ্বাসী। তিনি বামপন্থী। তিনি ন্যায় প্রকল্পের পক্ষে সওয়ালও করেছিলেন।
কিন্তু তা দেশের মানুষ নাকচ করে দিয়েছেন। অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের মত কৃতী মানুষের প্রতি এমন আক্রমণ অবশ্য অনেকেই মেনে নিতে পারছেন না। তাঁদের মতে অভিজিত্বাবুকে এভাবে রাজনীতিতে জড়ানো উচিত নয়। পীযূষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন ওনার মুখ দিয়ে এই নামটা বেরিয়ে আসা যথেষ্ট। মানুষ ওনাদের কাছে এর চেয়ে বেশি কিছু আশাও করেন না।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.