রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে ব্যাপক পরিবর্তন; জারি নির্দেশিকা।
নজরবন্দি ব্যুরো: রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়ম বদল। নির্ধারিত শব্দ সংখ্যার মধ্যেই উত্তর লিখতে হবে। এমনই এক নির্দেশিকা জারি করেছে রাজ্যের শিক্ষা দফতর। নির্দেশিকায় বলা হয়েছে,' প্রশ্নপত্রের সঙ্গে উত্তর পত্রে নির্দিষ্ট করে দেওয়া ১০০ শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, শব্দ সংখ্যা কোনভাবেই ১৫০ শব্দের বেশি হবে না।' উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, 'স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার আগে পড়ুয়ারা যাতে অনুশীলনের সুযোগ পায় তার জন্য।'
সংসদ সভাপতি জানিয়েছেন, '২০২০ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে।' প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগে থেকেই নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে উত্তরপত্র লেখার নিয়ম রয়েছে। কিন্তু এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার আগে থেকেই আটঘাট বেঁধে নেমেছে। পড়ুয়াদের নির্দিষ্ট শব্দের মধ্যে উত্তরপত্র লেখার অনুশীলনের মধ্যে দিয়েই গোটা পরীক্ষা ব্যবস্থায় আমূল বদল ঘটাতে চাইছে। জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই বিষয় সংক্রান্ত নির্দেশিকা পাঠানোর সঙ্গে একটি নমুনা সহ প্রশ্ন এবং উত্তরপত্র পাঠানো হয়েছে।
নয়া নির্দেশিকায় চার বা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর ৮০, ছয় নম্বরের জন্য ১২০, সাত বা আট নম্বরের জন্য ১৫০, দশ নম্বরে ২০০ এবং পনেরো নম্বরে ৩০০ শব্দের মধ্যেই উত্তর লিখতে হবে। কোনভাবেই শব্দ সংখ্যার বোঝা উত্তরপত্রে চাপানো যাবে না। এই নির্দেশিকা বিষয়ে সংসদ সভাপতির স্পষ্ট বক্তব্য,'উত্তরগুলো সংক্ষিপ্ত এবং পয়েন্ট করে লিখতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এই শব্দ সীমা অনুশীলনের জন্য অনেকটাই সময় পাবে।'
সংসদ সভাপতি জানিয়েছেন, '২০২০ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে।' প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগে থেকেই নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে উত্তরপত্র লেখার নিয়ম রয়েছে। কিন্তু এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার আগে থেকেই আটঘাট বেঁধে নেমেছে। পড়ুয়াদের নির্দিষ্ট শব্দের মধ্যে উত্তরপত্র লেখার অনুশীলনের মধ্যে দিয়েই গোটা পরীক্ষা ব্যবস্থায় আমূল বদল ঘটাতে চাইছে। জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই বিষয় সংক্রান্ত নির্দেশিকা পাঠানোর সঙ্গে একটি নমুনা সহ প্রশ্ন এবং উত্তরপত্র পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই