Header Ads

বাইশ গজে ফের ব্যাট হাতে সচিন- লারার লড়াই!

নজরবন্দি ব্যুরো: ব্যাট হাতে ফের একবার সচিন-লারা দ্বৈরথ দেখতে পাওয়া যেতে পারে। আগামী বছর ভারতে 'রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ' হতে চলেছে। টি-২০ ফরম্যাটে এই সিরিজ হতে চলেছে। আর এই সিরিজেই সচিন লারার সঙ্গেই খেলতে দেখা যাবে বীরেন্দ্র সেওয়াগ, জাক কালিস, মুথাইয়া মুরলীধরন, জন্টি রোডসের মতো প্রাক্তন ক্রিকেটারেদের।
পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই টুর্নামেন্ট হবে। ইন্ডিয়া লেজেন্ডস,অস্ট্রেলিয়া লেজেন্ডস,সাউথ আফ্রিকা লেজেন্ডস, শ্রীলঙ্কা লেজেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। জানা যাচ্ছে, ১১০ ক্রিকেটারের সঙ্গে এই সিরিজে খেলার জন্য চুক্তি হতে চলেছে। প্রথমবার এই সিরিজ শুরু হবে ২ থেকে ১৬ ফেব্রুয়ারি মুম্বইয়ে। পাঁচ দেশের পাঁচজন প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এই নতুন সিরিজ হতে চলেছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.