Header Ads

মোদি শাহর রাজ্যে বিধানসভার উপনির্বাচনে পিছিয়ে বিজেপি, বিহারেও বিজেপি জোট শরিক পিছিয়ে।


নজরবন্দি ব্যুরো: গুজরাত বিধানসভার উপনির্বাচনে বিজেপি পিছিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর গুজরাত রাজ্যে ৬ বিধানসভা উপনির্বাচনে দুটিতে এগিয়ে বিজেপি। আর কংগ্রেস এগিয়ে চারটিতে। গত বিধানসভায় ছটি আসন ছিল বিজেপির দখলে। কংগ্রেসের হাতে ছিল ২ টি আসন। আর বিহারে বিজেপি নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলের সঙ্গে জোট। বিহারে ৫ বিধানসভা উপনির্বাচনে বিজেপি জোট সঙ্গী জেডিইউ পিছিয়ে ৪ আসনে। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোট বিধানসভা ভোটে আসন হাতছাড়া করলেও, ক্ষমতা দখলে এগিয়ে রয়েছে। হরিয়ানায় বিধানসভা ভোটে কংগ্রেস বিজেপি মুখোমুখি টক্করে। তবে কংগ্রেস যদি জননায়ক জনতা পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলে তাহলে হরিয়ানায় গেরুয়া শিবিরের ক্ষমতায় আসা মুশকিল হয়ে যাবে। এদিকে উত্তরপ্রদেশে ১১ বিধানসভা উপনির্বাচনে ৭ আসনে এগিয়ে বিজেপি। আপনা দল এগিয়ে এক আসনে। সমাজবাদী পার্ট ২ আর বহুজন সমাজবাদী পার্টি এগিয়ে ১ আসনে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.