Header Ads

পুঞ্চে সেনা শীর্ষ কর্তাদের কপ্টারের জরুরী অবতরণ।

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার দুপুরে সেনা বাহিনীর একাধিক শীর্ষ কর্তাদের নিয়ে উড়েছিল ধ্রুব নামে একটি হালকা ধরনের হেলিকপ্টার। হেলিকপ্টারে সওয়ার ছিলেন নর্দ্যান কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ সহ একাধিক শীর্ষ সেনা কর্তারা। উড়ানের কিছুক্ষণ পরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তড়িঘড়ি হেলিকপ্টারটি সেনা কর্তাদের নিয়ে জরুরী অবতরণ করে জম্মু কাশ্মীরের পুঞ্চে। সেনা সূত্রে জানা গিয়েছে, সেনা কর্তারা নিরাপদেই আছেন। ইত্যিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সেনা বাহিনী। ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়েছে। এরপর ঝিলম নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। উপত্যকায় বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এই আবহে সেনা কর্তাদের উপত্যকায় উড়ে যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। উপত্যকার পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সেনা কর্তাদের উড়ে যাওয়া উপত্যকায় তাতে কোন সন্দেহ নেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.